ভারতবর্ষের বাসিন্দাদের এখন আঁধার এবং প্যান কার্ড ছাড়া কোনো কাজই হয় না পরিচয় পত্রের জন্য ভারত সরকার দ্বারা ইস্যু করা এই দুটি নথির দেশবাসী পরিচয়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আপনি ব্যাংক একাউন্ট খুলতে চান পাসপোর্ট বানাতে চান অথবা যেকোনো কাজের ক্ষেত্রে আধার আরপেন বাধ্যতামূলক করা হয়েছে অনেকেই হয়তো আধার প্যান কার্ডের সাথে লিংক করিয়ে নিয়েছেন আর যারা লিংক করাইনি তাদের আধার বা পান কার্ড বাতিল হয়ে যেতে পারে এমনটা হলে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন সংক্রান্ত সব খাইলি আটকে যাবে সঙ্গে আবার এক হাজার টাকা জরিমানা দিতে হবে সে তোমায় ঠিক আছে কিন্তু আপনার মৃত্যুর পর প্যান এবং আধার কার্ডের কি হবে জানা আছে কি জানা নেই নিশ্চয় আসুন জেনে নিন মৃত্যুর পর আধার কার্ড প্যান কার্ড কি হয়
---------------------------------মৃত ব্যক্তির আধার কার্ড কি হবে-----------------------------------------
এমন অনেক দেশই আছে যেখানে কোনো ব্যক্তি মারা গেলে তার সরকারি এবং অফিশিয়াল ডকুমেন্ট গুলি নিষ্ক্রিয় করে দেয়া হয় উদ্দেশ্য একটাই যাতে কেউ কেউ সম্মতি পত্রের সুবিধা নিতে না পারে কিন্তু ভারতে তা হয়না এখানে আধার কার্ড নিষ্ক্রিয় করার কোন উপায় নেই তাহলে ভারতে কি মৃত ব্যক্তির আধার কার্ড নিয়ে কি করা হয়
এদেশে কোন ব্যক্তির মৃত্যুর পর তার পরিবারের সদস্যকে আধার সেবা কেন্দ্রে যেতে হবে সেখানে গিয়ে মৃত ব্যক্তিদের সার্টিফিকেট বা মৃত্যুর শংসাপত্রের সঙ্গে আধার লিঙ্ক করাতে হবে এই কার্টিজ এই করা হবে তখনই ওই মৃত ব্যক্তির আধার কার্ড নিয়ে কেউ আর অপব্যবহার করতে পারবে না অর্থাৎ আধার কার্ড নিষ্ক্রিয় করা হবে না তবে মৃত ব্যক্তির আধার কার্ড কেউ অপব্যবহারও করতে পারবেন না তার বন্দোবস্ত করা হবে
--------------------------------------প্যান কার্ড দিয়ে কি করা হয়----------------------------------------------
কোন ব্যক্তি মারা গেলে তার প্যান কার্ড সারেন্ডার করতে হয় এই প্রক্রিয়াটি অনেক সময় নিয়ে নেয় তবে প্রক্রিয়াটি শুরু করে দিলে অর্থাৎ প্যান কার্ড সারেন্ডার করে দিলে অন্য কোনো ব্যক্তি তা অপব্যবহার করতে পারবেনা যদিও তার জন্য বিশেষ কিছু নিয়ম রয়েছে রবি মৃতব্যক্তির প্যান কার্ড সারেন্ডার করতে হয় তাহলে তার জন্য মৃতব্যক্তির আইনি উত্তরাধিকারী কে অফিশিয়াল অ্যাসেসমেন্ট অফিসারের কাছে একটি লিখিত আবেদন লিখতে হয় এই আবেদনে প্যান কার্ড সমর্পণের কারণ উল্লেখ করতে হবে তবে আপনি যদি প্যানকার্ড সমর্থন করতে না চান তাহলে কোন সমস্যা নেই কারণ প্যান্ট সারেন্ডার কখনোই বাধ্যতামূলক নয়
0 comments:
Post a Comment