হোয়াট্সঅ্যাপ এমন একটি অ্যাপ যা আমরা সকলেই ইউজ করে থাকি আর সেই জন্য হোয়াটসঅ্যাপ কিছুনা কিছু আপডেট আমাদের সামনে নিয়েই আছে. এই মুহূর্তে একটা নতুন আপডেট আপনাদের সামনে নিয়ে এসেছে আপনি যদি হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ পাঠাতে চান তাহলে প্রথমে আপনাকে নাম্বারটি সেভ করতে হয় না হলে কিন্তু মেসেজ পাঠানো যায় না আজ আমি আপনাদেরকে একটি কৌশল জানাবো যার মাধ্যমে আপনি নাম্বার সেভ না করে যে কাউকে মেসেজ পাঠাতে পারেন আপনারা জানেন যে কিছু third-party অ্যাপ আছে যার মাধ্যমে মেসেজ পাঠানো যায় কিন্তু সেই third-party অ্যাপ গুলি ইউজ না করাটাই আপনার ফোনের পক্ষে সুরক্ষিত নয়. আপনার ফোনের নানারকম পারমিশন নিয়ে আপনাকে ঝুঁকিও সমস্যার সম্মুখীন হতে হয় তাই এ সকল উপায় অবলম্বন না করে সহজ পদ্ধতিতে আপনি নাম্বার সেভ না করে কি করে মেসেজ পাঠাবেন সে সম্পর্কে আজ আপনি আমি আপনাদেরকে জানাবো. এ পদ্ধতিটি সকল ইউজারদের ক্ষেত্রে কাজে লাগে আপনাকে শুধু ব্রাউজার এ গিয়ে কয়েকটি ছোট ছোট শব্দ অনুসরণ করতে হবে প্রথমে আপনার ফোনের ব্রাউজারটি খুলুন তারপর এটি টাইপ করুন http://wa.me/xxxxx { ফোন নাম্বার} তারপর সরাসরি আপনি ঢুকে যাবেন আপনার হোয়াটসঅ্যাপের ভিতরে এবং নাম্বার সেভ না করে তাকে মেসেজ করতে পারবেন.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment