আজকের দিনে মানুষের হাতে রয়েছে নানারকম স্মার্টফোন. আর প্রতিদিনই বাজারে আসছে নতুন নতুন ফিচার যুক্ত স্মার্টফোন ,আর সকল স্মার্টফোনে রয়েছে অনেক শক্তিশালী প্রসেসর , আর অনেক উন্নতশীল ক্যামেরাও প্রতিদিন স্মার্টফোনগুলোর ফিচারস উন্নতি হচ্ছে, মার্কেটে মোবাইল কোম্পানিগুলির ব্যাপক প্রতিযোগিতা করতে হচ্ছে তার মধ্যে রয়েছে বর্তমান বাজারে কিছু উন্নতশীল মোবাইল কোম্পানি যেমন শাওমি, অপ, ভিভো, স্যামসাং, নোকিয়া আরো অনেক কোম্পানি.
এখনকার স্মার্টফোনগুলোর প্রসেসর উন্নত এবং ক্যামেরাগুলি অনেকটা উন্নত তাই গ্রাহকদের মধ্যে সাড়া ফেলে দেয়. কিন্তু অনেক সময় দেখা যায় দিনের পর দিন ইউজ করার পর মোবাইল দিয়ে আস্তে আস্তে slow হতে থাকে. এবং মোবাইল ফোনটি হ্যাক করতে থাকে. কিন্তু আপনি কি জানেন কি উপায় আছে তার মাধ্যমে আপনি আপনার মোবাইলটিকে একদম ফার্স্ট করতে পারবেন. আসুন তাহলে একেক করে জেনে নেয়া যাক কিভাবে আপনি আপনার মোবাইলটিকে একদম ফাস্ট করতে পারব. স্মার্টফোনে ব্যবহার করার ফলে ক্যাশ মেমোরি বলে একটি জায়গা থাকে আপনি কি জানেন তো এই ক্যাশ মেমোরি তে অনেক ফাইল স্তরেজ হয় আপনাকে যে কাজটা করতে হবে ফোনের সেটিং অপশনে গিয়ে করে যাচ্ছেন ক্লিক করে ক্লিয়ার অল কেস যে অপশন টি পাবেন সেটিতে ক্লিক করতে হবে এবং সমস্ত ফাইল ডিলিট করতে হবে. দ্বিতীয়তঃ অনেক সময় স্মার্টফোনে আমরা কিছু অ্যাপ্লিকেশন জমা করে রেখে দিই যেগুলি আমাদের কোনদিনই কাজে আসে না কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলি ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে এবং আপনার ব্যাটারি ব্যাকআপ কমিয়ে দিতে পারে এবং ফোনকে লক করার কাজে ব্যবহৃত করতে পারে অযথা এই অ্যাপগুলি না রেখে আনইন্সটল করুন তৃতীয়তঃ আপনার মোবাইলটিকে সবসময় আপটুডেট রাখতে হবে এবং কোন নতুন আপডেট আসলেই সেটিকে আপডেট করে নিতে হবে এই আপডেটের ফলে আপনার প্রসেসিং স্পিড অনেক ফাস্ট হয়ে যাবে চতুর্থত ফোনে কোনরকম লাইভ ওয়ালপেপার অথবা থিম ইউজ করবেন না যদি করে থাকেন সেক্ষেত্রে আপনার ব্যাটারি ব্যাকআপ ও কমে যায় এবং ফোনটিকে slow করে দেয় পঞ্চমত ইন্টারনেট সার্চ করার সময় ভেরিফাইড ওয়েবসাইটেই আপনারা সার্চ করবেন কারণ কোন আনওয়ান্টেড সাইট যদি সার্চ করে থাকেন তার মধ্যে ম্যালওয়্যার ভাইরাস সম্ভাবনা থেকে থাকে এবং তাতে ফোন অনেক কাজ অনেকটাই আপনার স্লো হয়ে যেতে পারে.- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment