ব্রডব্যান্ড ওয়াইফাই ইন্টারনেটের স্পিড নিয়ে প্রায়ই বিড়ম্বনায় পড়তে হয় গ্রাহকদের অনেক দামি প্যাকেজ নিও ঠিকঠাক ফল পাওয়া যায় না অনেক সময়. এক্ষেত্রে কিছু পদ্ধতি অনুসরণের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
কিছুক্ষণ রাউটার বন্ধ রাখুন দীর্ঘ সময় ধরে রাউটার চলার কারণে ইন্টারনেটের স্পীড পেতে সমস্যা হয় অনেক ক্ষেত্রে. সে ক্ষেত্রে নতুন করে রাউটারের সেটিংস আবার চালু করুন. আপনার রাউটারটি আবার পুরনো ছন্দে কাজ করবে.
এছাড়া প্রতিদিন নিয়ম করে কাজে বসার আগে বা পরে অন্তত 10 মিনিটের জন্য রাউটার টি বন্ধ রাখার চেষ্টা করুন.
ওয়াইফাই রাউটারের স্থান নির্ধারণ:-
টিভি ল্যাপটপ ডেক্সটপ বা মোবাইল সহজে সব ডিভাইসে ওয়াইফাই সংযোগ থাকবে তার থেকে কিছুটা দূরত্বে রাউটার স্থাপন করতে হবে. ইলেক্ট্রো ম্যাগনেটিক তরঙ্গ রাউটারের নেটের স্পিড অনেকখানি কমিয়ে দেয়.
পাসওয়ার্ড পরিবর্তন:-
নিজের অজান্তেই অন্যকেও রাউটার হ্যাক করে ব্যবহার করতে পারে সেক্ষেত্রে বেশি লড়াই ইন্টারনেটের স্পিড কমে যেতে পারে. সেক্ষেত্রে রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করে নিরাপদ একটি পাসওয়ার্ড দিতে হবে. এক্ষেত্রে পুরনো কেউ লগইন করে থাকলেই ইন্টারনেটে সংযুক্ত থাকলে সেটিও আবার করতে পারবে না.
ভিপিএন কিছু সাইটে প্রবেশ করার জন্য ভিপিএন ব্যবহার করতে হবে ভিপিএন ব্যবহারের ফলে ইন্টারনেটের গতি অনেক কমে যায় আর তাই ভিপিএন ব্যবহার বাধ্যতামূলক নাহলে ব্যবহার না করাই ভালো.
0 comments:
Post a Comment