How to mobile data recovery

 প্রায়ই আমরা ভুলবশত মোবাইল থেকে বিভিন্ন ছবি ডিলিট করে ফেলি. অনেক সময় ভুল করে মেমোরি কার্ড ফরম্যাট করে ফেলি. এতে করে স্মার্টফোন থেকে হারিয়ে যায় অসংখ্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সহ প্রয়োজনীয় অনেক ছবি. স্মার্টফোনে স্টোর থাকা বহু কিছুর ভিড়ে আমরা বুঝতে পারি না যে আসলে কোন ফোল্ডারটা কাজের আর কোনটা অকাজের . অনেক সময় দেখা যায় কাজের জিনিস গুলো ডিলিট হয়ে গিয়েছে.



এখন রাজত্ব করেছে অ্যান্ড্রয়েড ফোন তাই আমরা শুধুমাত্র এন্ড্রয়েড ফোন নিয়ে কথা বলব.

কিভাবে ফিরিয়ে আনবেন আপনার ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ফাইল ফটো বা ভিডিও.

প্রথমেই আপনাকে জানতে হবে আপনার ফাইলগুলো কোন স্টোরেজে ছিল ফাইলগুলো যদি মেমোরি কার্ড থেকে ডিলিট হয় তাহলে রিকভারি করতে তেমন একটা অসুবিধা নেই.

 মেমোরি কার্ড থেকে ডিলিট হয়ে যাওয়া ফাইল রিকভারি করার নিয়ম.

ফাইল রিকভারি সফটওয়্যার ডাউনলোড করে নিন গুগল প্লে স্টোর থেকে এরমধ্যে রেকুভা সফটওয়্যার বেশ সুনাম রয়েছে. প্রয়োজনীয় ফাইলগুলো আগে থেকে কোথায় কফি বা ব্যাকআপ করে রাখুন যাতে রিকভারি করার সময় ফাইল ডিলিট না হয়ে যায়. মেকআপ কমপ্লিট হয়ে গেলে সফটওয়্যার টি ওপেন করে মেনু থেকে এসডি কার্ডে সিলেক্ট করুন. ডিলিট ফাইল গুলোর একটি তালিকা আসবে. এখান থেকে প্রয়োজনীয় ফাইল গুলি বা ছবিগুলি রিকভারি করা শুরু করুন.

ফোন মেমোরি থেকে ডিলিট হয়ে যাওয়া ফাইল রিকভারি করার নিয়ম.

এন্ড্রয়েড ফোনের ইন্টারনাল মেমোরি ফোন মেমোরি থেকে ছবি অথবা ভিডিও ডিলিট হলে তা রিকভারি করা বেশ ঝামেলার বিষয়. এক্ষেত্রে আপনাকে কিছুটা হলেও আশা যোগাতে পারে DISK DIGGER APP.

প্রথমে গুগল প্লে স্টোর থেকে ডিস্ক ডিগার অ্যাপ ইন্সটল করুন

অ্যাপটি ব্যবহার করার আগে সতর্কীকরণ মাথায় রাখুন এটা শুধুমাত্র রূপ অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রে কাজ করবে.

এন্ড্রয়েড ফোন রুট করার নিয়ম গুগল থেকে জেনে নিতে পারেন.

যাদের ফোন রুট করা আছে তারা ডিলিট হয়ে যাওয়া ফোল্ডারটিকে সিলেক্ট করুন ফাইল টাইপ সিলেক্ট করুন সিলেট করা শেষ হয়ে গেলেই সেভ বাটনে ক্লিক করে ফাইলগুলো তৎক্ষণাৎ রিকভার করে ফেলতে পারেন.

এন্ড্রয়েড মোবাইল থেকে যখন কোনো ফাইল ডিলিট হয় তখন সিস্টেমের শুধু তথ্য গুলো মুছে যায় কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওই ফাইল স্পেসে অন্যকিছু ওভাররাইট হচ্ছে পর্যন্ত তা পুনরুদ্ধার করা সম্ভব থাকে তাই ডিলিট হওয়া ফাইল উদ্ধার না হওয়া পর্যন্ত ফোনে বড় আকারের ফাইল সেভ করা বা কোন প্রকার সিস্টেম আপডেট নেওয়া থেকে বিরত থাকুন.

SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

1 comments:

  1. With the proper tools, these traces can be located, deciphered, and - usually - reassembled into complete files. Data Recovery Melbourne

    ReplyDelete