যদি দেবলোকে করোনা হত
সবথেকে বেশি খুশি হতেন জগন্নাথ কারণ তার হাত ধোয়ার বালাই নেই.
সবথেকে সমস্যায় পড়তেন ব্রহ্মা এতগুলো মুখে মাক্স পুরাটা সমস্যা.
কৈলাসে লকডাউন শিব পার্বতী লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবাই গৃহবন্দি.
এদিকে এই নন্দী ভৃঙ্গী কাজে আসতে পারছে না বলে পারবতিকে একাই দশভূজা হয়ে হেশেল সামলাতে হচ্ছে আমার বাজারে স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না বলে 10 হাত পরিষ্কার রাখাও সম্ভব হচ্ছে না.
লকডাউন চলছে বলে ইন্দ্রের সভায় নাচ-গান বন্ধ কারণ জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে.
নারদ এর মন মেজাজ ঠিক নেই ঘর বন্দী থাকার জন্য এর বাড়ি তার বাড়িতে গিয়ে কান ভাঙ্গাতে পারছেনা .
কৃষ্ণের মুখভার দেব রাজার আদেশে গোপীনীরা আইসোলেশন.
সবচেয়ে ব্যস্ত আছেন যমরাজ তার বিভাগের সবার আগামী চার মাসের ছুটি বাতিল করে দিয়েছেন, যুদ্ধকালীন ব্যস্ততার মধ্যে চিত্র গুপ্ত সম্রাট মিটিং করেই চলেছেন কাকে কখন তুলতে হবে .
0 comments:
Post a Comment