বউবাজারের নাম আমাদের সকলেরই জানা কিন্তু এই নামকরণের মধ্যে যে এখানে কি বউ কিনতে পাওয়া যেত ?
ইতিহাস বলছে 1737 সালে কলকাতায় যে ব্যাপক ঝড় বৃষ্টি ভূমিকম্প হয়েছিল তাতে প্রায় তিন লাখের বেশি মানুষ মারা যায় .
সেই সময় গঙ্গার সাথে যুক্ত ছিল একটি খাল যা বৌ রানীর খাল নামে পরিচিত ছিল.
ছোট মাঝারি নৌকা সেখানে যাতায়াত ছিল.
কত লোকের আনাগোনা চলতো সেই খালপাড় দূরে সেখানে হাট-বাজার গমগম করত পুরো খালপাড় সেই হাটের নাম ছিল বউ রানীর হাট শোনা যায় ওই ভূমিকম্প জোরে নাকি বন্ধ হয়ে যায়.
খালের মুখ তার ফলে নৌকা চলাচল এবং ব্যবসা-বাণিজ্য অনেকটা ভাটা পড়ে জমিদার বিশ্বনাথ মতিলালের বউ ছিলেন এই বৌরানী তিনার নামিয়েই খালের নামকরণ করা হয়েছিল .
কালের হাতধরে সবই ভাটা পড়ে যায় আজ আর নেই সেই বউ রানিরহাট নেই সেই খালপাড়া শুধু বৌরানী কথা মনে রেখে নাম ভেঙ্গে হয়ে গেছে বউবাজার
0 comments:
Post a Comment