নিজেকে চাকরির ক্ষেত্রে যোগ্য প্রমাণিত করা একটি বড় বিষয় হল নিখুঁত ও সুন্দর একটি সিভি. যেকোনো কাজের জন্য যোগ্যতার বহিঃপ্রকাশ যেন আপনার সিভিতে হয় এমনটা চান চাকরি দানকারীরা.
তবে সহজ কিছু ভুলে গ্রহণযোগ্যতা হারাতে পারে আপনার সিভি এর জন্য সিভি তৈরি করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে
চলুন তাহলে এমন কিছু ভুলের কথা জেনে নেই যা আপনার শিবির মান কমিয়ে দেয় অনেকখানি
বানান ও ব্যাকরণ এর ভুল
সিভি তৈরি করার প্রথম শর্ত হলো নির্ভুল বানান এর হতে হবে কোন প্রকার বানান কিংবা ব্যাকরণের কোন রকম ভুল থাকা যাবেনা. খুব সামান্য এই ভুল গুলো তে আটকে যেতে পারে
আপনার নিয়োগকর্তার চোখে.
এইজন্য স্পেলচেকার এর মাধ্যমে সহজেই ভুলগুলো শুধরে নিতে পারেন.আপনার নিয়োগকর্তার চোখে.
ব্যাকরণ গঠিত সমস্যায় পড়লে এব্যাপারে ভালো জানে এমন কারো সাহায্য নিয়ে সিভি তৈরি করুন.
মাত্রাতিরিক্ত ডিজাইন
অপ্রয়োজনীয় তথ্য ভরপুর
রাজনৈতিক ধারণা ধর্ম নিজের অভিমত এসব লেখা স্থান সিভি নয়.
নতুন তথ্য যুক্ত না করা
আকারে বড় এবং অস্পষ্ট
নিজের ব্যাপারে কখনও বাড়িয়ে লিখবেন না নিজের অভিজ্ঞতা এবং কাজের ব্যাপারে ধারণা দিন এছাড়া বেশি পুরনো তথ্য দিয়ে সিভি বড় করবেন না কারণ বড় সি ভি পড়া নিয়োগকর্তার জন্য বিরক্তিকর হতে পারে.
বিভ্রান্তিকর উদ্দেশ্য
একপাতার অতিরিক্ত তথ্য
এমন কোনো বাধ্যবাধকতা নেই যে একটি নির্দিষ্ট আকারের মধ্যে সিভি রাখতে হবে. প্রায় 80 ভাগ কর্মকর্তা মনে করেন একটি সিভি কমপক্ষে 24 হওয়া উচিত. আপনি যদি ছোট আকারের সিভি করতে চান আবেদনকারী প্রতিষ্ঠানের অনুরূপ যে চাকরি করেছে অর্জন প্রতিষ্ঠান কর্পোরেট মূল সংক্ষেপে তুলে ধরুন
তারিক বাদ
উপরের সমস্যাগুলি এড়িয়ে চলুন এবং সুন্দর গোছানো সিবি তৈরি করুন এতে চাকরির নিয়োগ তাদের কাছে আপনার গ্রহণযোগ্যতা বেশি বাড়বে.
0 comments:
Post a Comment