মানবদেহের এমন কিছু তথ্য যেটা আপনার হয়তো অজানা





মানবজাতি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে জ্ঞান অর্জনের চেষ্টা করে কিন্তু নিজের শরীর সম্পর্কে কতটুকু জানি মানবদেহে এমন অনেক বিষয় রয়েছে যেগুলো হয়তো একদমই অজানা জেনে নিন মানবদেহ সম্পর্কিত চমকপ্রদ কিছু তথ্য

1. জীব

ডিজিটাল সিকিউরিটির জন্য আঙ্গুলের ছাপ বিষয় সম্পর্কে সকলের ধারণা রয়েছে কারণ প্রত্যেকের আঙ্গুলের ছাপ ভিন্ন মানব শরীরের আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে মনের মতন ইউনিক আর তা হল জীব প্রত্যেকের জিভের ছাপ ভিন্ন তাই সিকিউরিটির প্রয়োজনে আঙ্গুলের ছাপের পাশাপাশি জীবের ছাপও ব্যবহার করা সম্ভব ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মূলত 3 প্রকার হতে থাকে অপটিক্যাল স্ক্যানার ক্যাপাসিটিভ ক্যামস্ক্যানার আল্ট্রাসনিক স্ক্যানার এরমধ্যে জিবির স্ক্যানের জন্য ব্যবহার হতে পারে সবথেকে আধুনিক আল্ট্রাসনিক স্ক্যানার জানলে আরো অবাক হবেন মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশী হলো জীব এই জীবের সাহায্যে কয়েক কেজি ভর তোলা সক্ষম

2. হাড়

শিশুকালে সকলেরই হাত-পাসহ প্রত্যেক অঙ্গ পতঙ্গ ছোট থাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক বৃদ্ধির মধ্য দিয়ে দেহের হাড় গুলো নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ে কিন্তু সবচেয়ে বিস্ময়কর তথ্য হচ্ছে দোকানের হাড়ের সংখ্যা আর প্রাপ্তবয়স্ক অবস্থায় হাড়ের সংখ্যার মধ্যে পার্থক্য রয়েছে শিশু অবস্থায় হাড়ের সংখ্যা থাকে প্রায় 300 টি কিন্তু প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা যথাক্রমে বেড়ে দাঁড়ায় 206 টি এখন প্রশ্ন দাঁড়ায় এই হাড়গুলো কোথায় যায় শিশুদের দেহের কিছু কিছু হার বিসিএস উপাদান দিয়ে তৈরি থাকে তাকে কাটিলেজ বলে এই হাড় গুলো খুবই নমনীয় স্পর্শ কাতর হয়ে থাকে শারীরিক বৃদ্ধির মাধ্যমে এই ছোট ছোট হারগুলো জোড়া লেগে পূর্ণ হারে পরিণত হয়

 3.মুখের ব্যাকটেরিয়া

নিজেকে ব্যাকটেরিয়া মুক্ত করতে কত কিছুই না করি কিন্তু সমগ্র পৃথিবীতে যত মানুষ রয়েছে তার থেকে বেশি পরিমাণে ব্যাকটেরিয়া রয়েছে মানুষের মুখে দেখা গেছে 6 বিলিয়ন ব্যাকটেরিয়া বসবাস করে মুখের অভ্যন্তরে ব্যাকটেরিয়া মুখের অভ্যন্তরে নানা প্রকার রোগসহ বিভিন্ন সংক্রমণ সৃষ্টি করে থাকে ক্লোস্তৃদিয়াম বটুলিনাম নামক ব্যাকটেরিয়া বুকে বিশেষ পদ্ধতিতে টক্সিন ও দুর্গন্ধ সৃষ্টি করে তাই মুখে দুর্গন্ধ মুক্ত রাখতে প্রতিদিন দুবেলা ব্রাশ করা উচিত

4. ব্যাক ডিম্পল

অনেকের মুখেই ডিম্পল বা টোল পরে কিন্তু অনেকের মেরুদন্ডের নীচে ব্যাক ডিম্পেল থাকি আসুন জেনে নিই এই ব্যাক ডিম্পল এর কাজ চিকিৎসকদের মতে যাদের এই ব্যাক ডিম্পল থাকে তাদের দাম্পত্য জীবন অনেক ভালো হয় কারণ যাদের শরীরে ব্যাক ডিম্পল থাকে তাদের লোয়ার বেঁকে রক্তসঞ্চালন বেড়ে যায় যার ফলে এর আশেপাশের অঞ্চলের স্নায়ুগুলোর অনেক বেশি সক্রিয় হয়ে যায় তুলনায় মেয়েদের ব্যাক ডিম্পল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে

5. চোখের জ্যোতি

ক্যামেরার মেগাপিক্সেল সম্পর্কে সকলেই কমবেশি ধারণা রয়েছে যত বেশি মেগাপিক্সেলের তত বেশি নিখুঁত ছবি পাওয়ার সম্ভাবনা কিন্তু চোখের মেগাপিক্সেল কত আপনি কি জানেন অধ্যাপক ডক্টর রোজার ক্লার্ক যিনি পেশাদার ফটোগ্রাফার এবং নাসার মহাকাশ ফটোগ্রাফি প্রকল্পগুলোতে জড়িত তার মতে চোখের রেজুলেশন প্রায় 576 মেগা পিক্সেল এবং একশো কুড়ি ডিগ্রি কোণে আমাদের আশেপাশের দৃশ্য দেখতে সক্ষম এমনকি আধুনিক সময়ের বিভিন্ন ক্যামেরা সেনসর মানব চোখ দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment