আপনি কি জানেন বিশ্বকর্মার হাতে তৈরি মন্দির

 

বাঙালিরা প্রাচীনকাল থেকেই বিশ্বাস করেন ভগবানের আশীর্বাদ পেলে তারা জীবনের সবকিছুই পেতে পারেন তাই খারাপ ভালো সব মানুষই মা কালী পুজো করেন.

আমরা জানি আগেকার দিনে ডাকাতেরা ডাকাতি করতে যাওয়ার আগে কালী পুজো করতো এই কথা আমরা প্রাচীন গল্পগুলি থেকে জানতে পারি. আমাদের বিশ্বাস কালি ঠাকুর কখনো কাউকে খালি হাতে ফেরায় না. তাই সারা রাজ্য জুড়ে অসংখ্য কালীমন্দির গড়ে উঠেছে.

 আজ আপনারা জেনে নিন এমন কিছু জাগ্রত কালী মন্দিরের কথা যেখানে আপনি যা চাইবেন তাই পাবেন.


দক্ষিণেশ্বর কালী মন্দির

কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের কালী ভক্তদের তীর্থস্থান হল এই দক্ষিণেশ্বরের মন্দির এই মন্দিরে মা রামকৃষ্ণ দেব কে দর্ষণ দিয়েছিলেন. তাহলে আর মনের দুঃখ কিসের সব কষ্ট ছেড়ে একবার শুধু মা কালীর কাছে আশ্রয় নিয়ে দেখুন ভক্তিভরে প্রণাম করুন মা আপনাকে ফেরাবেন না.

কঙ্কালীতলা মন্দির

এই মন্দিরটি বীরভূম জেলার বোলপুর এ অবস্থিত এখানে দেবী সতীর কঙ্কাল অর্থাৎ কোমর পড়েছিল. সেখানে কোনো মূর্তি বা বিগ্রহ পূজিত হয় না. কথিত আছে সেখানে যখন মা সতীর কোমর পড়েছিল তখন মহাদেব সেটি একটি গোপন রেখে গিয়েছিলেন যার সন্ধান আজও পর্যন্ত কেউ পায়নি.

কালীঘাট মন্দির

কালীঘাটের কালী মন্দির পশ্চিমবঙ্গের একটি প্রাচীনতম কালী মন্দির. এই মন্দিরের কথা মনসামঙ্গলে উল্লেখ আছে. এত পুরনো সাহিত্যে যখন কালীঘাটের কথা উল্লেখ আছে তখন নিশ্চয়ই বুঝতে পারছেন তার মাহাত্ম্য প্রাচীনত্বের ব্যাপার. সপ্তদশ শতক থেকে বাংলার মানুষ অনেক দূর থেকে আসতো কালীঘাটের মায়ের কাছে আশীর্বাদ চাইতে.

কালীঘাটের মন্দির ঘিরে অনেক রকম গল্প কথা শোনা যায়. এই মন্দিরটি মোট কয়টি খন্ডে বিভক্ত নাট্য মন্দির ষষ্ঠীতলা হারকাট তোলা রাধাকৃষ্ণ মন্দির চোর বাংলা পুণ্য পুকুর. বর্তমানে যে মূর্তি পূজা করা হয় সিটি কষ্টিপাথরে তৈরি তাছাড়া সোনা ও রুপা দিয়ে তৈরি আরেকটি মূর্তি আছে মায়ের যে জিপ পাল্টানো হয় তা 516 গ্রাম সোনা ও 2 কিলো রুপা দিয়ে তৈরি.

তারাপীঠ মন্দির

তারাপীঠের মা তারার মহিমাকে নাই জানে এই মায়ের কাছে মানত করে যা চাইবেন তাই দাইমা. বলা হয় এই স্থানে মা সতীর চোখের মনি পড়েছিল দেবী এখানে মা রূপে পূজিত হন আপনার জীবনের যেকোনো সমস্যায় মাকে ডাকুন ফল আপনি অবশ্যই পাবেন .

দেবী সর্বমঙ্গলা মন্দির

রাজা বিক্রমাদিত্য সব দেহের উপর বসে এই দেবীকে তুষ্ট করেছিলেন এই মায়ের মূর্তি তৈরি হয়েছিল অষ্টধাতু দিয়ে এই মা দশভূজা এছাড়াও জনমতের শোনা যায় এই মন্দিরটি নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা কথিত আছে এক রাতের মধ্যেই এখানে সাতটি পুকুর খনন করা হয়েছিল এবং সেই পুকুরের মধ্যে এই মন্দিরটি নির্মাণ করা হয়.

SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment