কিভাবে অনলাইনে আবেদন করবেন E-PANCARD


আধার কার্ড যেমন আপনার নাগরিকত্বের পরিচয় তেমনি আধার কার্ডের মতন প্রতি ব্যক্তির কাছে গুরুত্বপূর্ণ একটি নথি হল প্যান কার্ড প্রতিটা ক্ষেত্রেই এখন বাধ্যতামূলক করা হয়েছে প্যান কার্ড যত দিন যাচ্ছে এই প্যান কার্ডের গুরুত্ব বাড়ছে ভারতকে ডিজিটাল করার লক্ষ্য নিয়ে এই পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্মার্ট করার তাগিদে সবকিছুই এখন স্মার্ট বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় ডকুমেন্ট একসঙ্গে এই প্যান কার্ড এখন বাধ্যতামূলক প্রত্যেক সাধারণ মানুষের কাছেই প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যা আইফোন প্রদানের সময় যথেষ্ট ভূমিকা পালন করেন



পাশাপাশি ব্যাংকের কাজেও লাগে এই প্যান কার্ড এবার থেকে অনলাইনে আবেদন করলেই পাওয়া যাবে এই প্যান কার্ড এখনও পর্যন্ত যাদের এই প্যান কার্ড নেই আবেদন করবেন প্রথমত গ্রাহকদের বৈধ আধার কার্ড এবং রেজিস্টার করা মোবাইল নম্বর এই প্রেম করার জন্য আবেদন করতে হলে আইপোর্ট দপ্তরের ওয়েবসাইটে যেতে হবে এখানে গিয়ে গ্রাহকদের নিজস্ব আধার কার্ডের নম্বর দিয়ে তারপর সাবমিট করতে হবে সাবমিট করার পরে গ্রাহকদের মোবাইলে ওটিপি আসবে তারপর সেটা দিতে হবে এটা করার পরেই গ্রাহকদের 15 ডিজিটের একটি একনলেজমেন্ট নাম্বার দেয়া হবে প্রয়োজনমতো গ্রাহকরা এই নম্বরের সাহায্যে প্যান কার্ড স্ট্যাটাস দেখতে পারবেন এখান থেকে অনলাইনে গ্রাহকেরা সহজে তা ডাউনলোড করে নিতে পারবেন তাছাড়া আরও একটি কপি গ্রাহকদের মেইল আইডিতে পাঠিয়ে দেয়া হবে.  প্যানকার্ড না থাকলে অনেক অসুবিধায় পড়তে হয়

বিশেষত ব্যাংকের একাধিক পরিষেবা নেওয়ার সময় এটি কাজে লাগে আর সেই কারণেই সকলের কথা মাথায় রেখেই এই পরিষেবা আনা হয়েছে গ্রাহকদের জন্য, যার ফলে গ্রাহকদের যথেষ্ট সুবিধা হবে বলে মনে করা হচ্ছে সহজেই যেকোনো গ্রাহক এর সুবিধা নিতে পারবেন পাশাপাশি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে কোন রকম কাগজ ছাড়াই সহজে আবেদন করা যাবে প্যান কার্ড অল্প সময়ের মধ্যেই এটি করা যাবে ইন্ডিয়া তৈরি করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ পর্দা তাদেরও অনেক সুবিধা হবে আরও জানানো হচ্ছে আবেদন করার জন্য কোনো রকম খরচ করতে হবে না.

SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment