এক লোকের চারজন স্ত্রী ছিল লোকটা তার চতুর্থ স্ত্রীকে বেশী ভালোবাসতো এবং যত্ন করতো সে তার দ্বিতীয় স্ত্রীকে অনেক ভালোবাসতো এবং বন্ধু বান্ধবদের সামনে স্ত্রীর প্রশংসা করত I
তার ভয় ছিল যে এই স্ত্রী হয়তো কোনদিন অন্য কারো সাথে পালিয়ে যেতে পারে সে তার দ্বিতীয় স্ত্রীকে ভালোবাসতো লোকটা যখন কোন বিপদে পড়ে তখনই সে তার স্ত্রীর কাছে সমাধান চাইতো এবং তার স্ত্রী তাকে সমাধান দিয়ে সাহায্য করতো I
কিন্তু লোকটা তার প্রথম স্ত্রীকে একদম ভালোবাসতো এবং যত্ন করতো না এই লোকটাকে অত্যন্ত ভালবাসতেন তার অনুগত থাকতো এবং তার যত্ন নিতে চাইতো তা পছন্দ করত না I
একদিন লোকটা অসুস্থ হয়ে পড়ল এবং জানতে পারলো যে সে আর বেশীদিন বাঁচবেনা লোকটা ইচ্ছা করলো যে সে যখন মারা যাবে তার কোন একটা স্ত্রীকে নিয়ে সঙ্গে যাবে যাতে করে সে পেতে পারে এভাবে ভেবে সে মৃত্যুর পর একা নয় তার সঙ্গীয় সাথে আছে I
1. চতুর্থ স্ত্রী হচ্ছে আমাদের শরীর জীবনের বেশির ভাগ সময় এবং অর্থ আমরা এটি পিছনে ব্যয় করি কিন্তু মৃত্যু হলে এটিকে আমাদের ফেলে চলে যেতে হয় I
2. তৃতীয় স্ত্রী হচ্ছে আমাদের ধনসম্পত্তি টাকা-পয়সার মালিকানা যা আমরা অন্যদের দেখিয়ে বেড়াই মৃত্যুর পর এগুলো অন্যদের কাছে চলে যায়
3. দ্বিতীয় স্ত্রী হচ্ছে আমাদের পরিবার এবং বন্ধুবান্ধব এরা আমাদেরকে নানা বিপদে আপদে সাহায্য করে মৃত্যুর আগে পর্যন্ত আমাদের পাশে থাকে I
4. আর প্রথম স্ত্রী হচ্ছে আমাদের আত্মা পার্থিব সুখ শান্তি আনন্দ সম্পদের পিছু পিছু ছুটতে ছুটতে আমরা আত্মার কথা ভুলে যায় আর তার খোরাক মেটাতে পারিনা যত্ন নিতে পারি না ভালোবাসি না I
কিন্তু এটাই একমাত্র জিনিস যা আমাদের প্রত্যেকটা কাজে আমাদের অনুসরণ করে যেখানেই যাই আমাদের পাশে থাকে এবং মৃত্যুর পর অলৌকিক জীবনে আমাদের বাঁচিয়ে রাখে I
---------------------------------***********************-----------------------------
0 comments:
Post a Comment